বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। গতকাল বুধবার (২৮ মে) দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অবস্থিত রিজেন্ট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুবরণকারী ব্যাংক কর্মকর্তা নাম আশরাফ আলী (৬০)। তিনি কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।
হাসপাতালের নিয়ন্ত্রণ কক্ষ ইনচার্জ ও পিআরও তারিক শিবলী আজ বৃহস্পতিবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন। আশরাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন বলে জানান তিনি। করোনা আক্রান্ত হয়ে এই প্রথম বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার মৃত্যু হলো। এর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তফসিলি ব্যাংকের সাত কর্মকর্তা।
সৌজন্যে : কালের কণ্ঠ
বার্তা বিভাগ প্রধান