Home » আটকে গেছে নেপালের নতুন মানচিত্র প্রকাশ

আটকে গেছে নেপালের নতুন মানচিত্র প্রকাশ

সম্প্রতি হিমালয়ের লিপুলেখ পাস এলাকায় ভারত রাস্তা নির্মাণের উদ্যোগ নিলে দেশটির সঙ্গে কূটনৈতিক বিরোধে জড়ায় নেপাল। বিতর্কিত সেই ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় নেপালের মন্ত্রিসভা। ওই মানচিত্র কার্যকরে গত ২২ মে পার্লামেন্টে সংবিধানে সংশোধনীর প্রস্তাব তোলে নেপালের সরকার।

নেপালের পার্লামেন্ট সচিবালয় প্রকাশিত কার্যতালিকায় দেখা যায়, বুধবার বেলা দুইটায় ওই প্রস্তাবের ওপর আলোচনা শুরুর কথা ছিল। তবে তার আগেই ওই আলোচনা স্থগিত করা হয়। প্রস্তাবটি সংশোধনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হওয়ায় তা যোগাড়ে মঙ্গলবার সন্ধ্যায় সর্ব দলীয় বৈঠক আহ্বান করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। তবে প্রস্তাবিত ওই সংশোধনীতে নিজেদের দাবি যুক্ত করতে সরকার পক্ষের ওপর চাপ জোরালো করে অন্য রাজনৈতিক দলগুলো।

নেপালের জনতা সমাজবাদী পার্টির এক সিনিয়র নেতা বলেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের দীর্ঘদিনের দাবিও যুক্ত করা হোক কিন্তু এখন পর্যন্ত কোনও সন্তোষজনক উত্তর পাইনি। এর বদলে প্রধানমন্ত্রী ওলি (মানচিত্র প্রকাশ) এটিকে পুরোপুরি জাতীয় আবেগ সংক্রান্ত ইস্যু বলে অভিহিত করেছেন।’
নেপালের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ন্যাশনাল অ্যাসেম্বলিতে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু পার্লামেন্টের নিম্ন কক্ষের মাধ্যমে সংবিধানে সংশোধনী আনতে গেলে দলটির অন্য দলের সমর্থন প্রয়োজন। সেখানে প্রায় দশটি আসন কম রয়েছে কমিউনিস্ট পার্টির।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *