সিলেটের ‘করোনা হাসপাতাল’ খ্যাত ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক খালেদ মাহমুদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি শামসুদ্দিন হাসপাতালের সার্জারি চিকিৎসক। তার করোনা আক্রান্তের বিষয়টি শনিবার (২৩ মে) নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান। তিনি জানান, শামসুদ্দিন আহমদ হাসপাতালের সার্জারি চিকিৎসক খালেদ মাহমুদের করোনা পজেটিভ। শুক্রবার তিনি করোনা রোগী বলে শনাক্ত হয়েছেন। ডাক্তার খালেদ মাহমুদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে বলে জানা গেছে।
বার্তা বিভাগ প্রধান