Home » সিলেটে ওয়েল্ডিং করার সময় তেলের গাড়িতে বিস্ফোরণে দু’জন নিহত

সিলেটে ওয়েল্ডিং করার সময় তেলের গাড়িতে বিস্ফোরণে দু’জন নিহত

দক্ষিণ সুরমা উপজেলার কুচাই এলাকায় একটি ওয়েল্ডিং কারখানায় তেলের গাড়িতে আগুন লেগে বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (১৪ ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কুচাই এলাকার একটি ওয়ার্কসপে গাড়ি মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুচাই এলাকার বাসিন্দা ওয়ার্কশপ মালিক কমর উদ্দিন (৩৫) ও চালক মানিক মিয়া (৩৭)।

স্থানীয়রা জানান, স্থানীয় মা ওয়ার্কসপে পদ্মা কোম্পানীর একটি তেলের গাড়ির (ঢাকা মেট্টো (চ-৪১-০২০৯) মেরামত চলছিল। এসময় গাড়ির ভেতরে ঢুকে ওয়েলডিং (জ্বালাই) করার সময় আগুন ধরে বিস্ফোরিত হয়। ফলে ঘটনাস্থলেই এ দু’জন প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় অপর একজনকে উদ্ধার করে স্থানীয় লোকজন।

খবর পেয়ে আলমপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান চৌধুরীর নেতৃত্বে দমকল বাহিনী সিলেটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন এবং দু’টি মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে রায়হান চৌধুরী বলেন, গাড়ির ভেতরে মেরামত করতে গিয়ে ওয়েলডিংকালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে দুর্ঘটনায় একজনের মরদেহ গাড়ির বাইরে এ সে পড়ে। আরেকজনের মরদেহ গাড়ির ভেতর থেকে বের করা হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, পদ্মা ওয়েলের গাড়ি মেরামত করতে গিয়ে ওয়েলডিং করার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *