নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: দি- হাঙ্গার প্রজেক্ট-এর উদ্যোগে নওগাঁর পত্নীতলায় উপজেলার দিবর ইউনিয়ন ও আকবরপুর ইউনিয়নের ১০ টি গ্রামে করোনাভাইরাস ক্রান্তিকালে পুষ্টি চাহিদার জন্য সবজির বীজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী ডাটা, লাল শাখ, সবুজ শাখ, কলমি শাখ, আগাম সিম, চাল কুমড়া, পাঠের শাখেরর বীজ বিতরন করা হয়।
বিতরনে উপস্থিত ছিলেন সমাজ কর্মী প্রভাষক মিজানুর রহমান, ইউপি সদস্য আশাদুল ইসলাম, দি-হাঙ্গার প্রজেক্ট-এর ইউনিয়ন সমন্বয়কারী হারুনুর রশিদ, ইয়ূথ ইউনিট সদস্য মাসুমা খাতুন, শাপলা রানী, সাবিনা ইয়াসমিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।