Home » সিলেটে ‘ফুল’ হাতে বাড়ি ফিরলেন সুস্থ হওয়া আরও ৪ করোনা রোগী

সিলেটে ‘ফুল’ হাতে বাড়ি ফিরলেন সুস্থ হওয়া আরও ৪ করোনা রোগী

শনিবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের এমন দৃশ্যের অবতারনা ঘটে। দু:খের মাঝে ছড়িয়ে পড়ে খুশির ঝিলিক। দীর্ঘ ১৫ দিনের চিকিৎসা গ্রহন শেষে সুস্থ হওয়ার পর বাইরে বের হয়ে শুকরিয়া আদায় করেন রোগিরা।

তারা বলেন- হাসপাতালের পরিবেশ তেমন ভালো না হলেও ডাক্তারদের আচরন ও সহযোগিতায় তারা খুব খুশি। যেন নিজের বাড়িতেই ছিলাম। সবার আচরন পজেটিভ হওয়ার কারনে তাড়াতাড়ি সুস্থ হয়েছেন বলে জানান রোগিরা।

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা চারজনকে দুপুর সাড়ে ১২টার দিকে ছাড়পত্র দেয়া হয়েছে।’

তাদের মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার একজন, সুনামগঞ্জের সদর ও ছাতক উপজেলার দুইজন এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একজন।

এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

এর আগে গত বৃহস্পতিবার শামসুদ্দিন হাসপাতাল থেকে ৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *