তৃষ্ণার্ত চাতকের মতো বসেছিলেন সুরাপ্রেমীরা। সোমবার মদের দোকানগুলি খুলতেই ভীড় করেন তাঁরা। অবস্থা এমন দাঁড়ায় বেশ কয়েকটি মদের দোকান বন্ধ করে দিতে হয়। পুলিশ দিয়ে সরিয়ে দিতে হয় উৎসাহী ক্রেতাদের। তবে এরই মধ্যে জানা গেল মদ বিক্রিতে রেকর্ড করেছে এই রাজ্য। সোমবার মদের দোকান খোলার মধ্যেই জানা গিয়েছে কর্ণাটকে একদিনে মদের বিক্রি হয়েছে ৪৫ কোটি টাকার ওপরে। স্বরাষ্ট্রমন্ত্রক যে নিয়ম লাগু করার কথা জানিয়েছিল, সোমবার দেশের কোথাও সেই ছবি দেখা গেল না।
দোকান খুলতেই একজোট হয়ে ক্রেতারা মদ কিনতে শুরু করেন। সকাল সাড়ে সাতটার সময়েই দেখা যায় মানুষ একজোট হয়ে অপেক্ষা করছেন। নয়াদিল্লির প্রায় প্রতিটি জায়গাতেই ছিল এই ছবি। দিল্লির ১৫০টি মদের দোকান এদিন খুলে দেওয়া হয়। এর প্রত্যেকটির বাইরেই দেখা গেল লম্বা লাইন। কর্ণাটক, মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তেও মদের দোকানের সামনে লকডাউনের নিয়ম না মানার অভিযোগ উঠল ক্রেতাদের বিরুদ্ধে।
দোকান খোলার আগে থেকেই জমায়েত শুরু হয়ে যায়। সেখানে সামাজিক দূরত্ব মানার কোনও ছবি দেখা যায়নি। উল্লেখ্য গত ২৪ শে মার্চ থেকে মদের দোকানগুলি বন্ধ ছিল লকডাউনের কারণে।
এদিকে, সোমবার মদের দোকান খোলার সঙ্গে সঙ্গে যেভাবে ভীড় বাড়তে থাকে, জমায়েত করা ক্রেতাদের জোর করে সরিয়ে দিতে বাধ্য হয় পুলিশ। দিল্লির একটি মদের দোকানকে বন্ধ করে দিতে হয়। মালব্য নগরের একটি মদের দোকানে কীভাবে সামাজিক দূরত্ব না মেনেই কেনা বেচা চলছে, তার ভিডিও ট্যুইট করেন দিল্লির আম জনতা পার্টির বিধায়ক সোমনাথ ভারতী।
নির্বাহী সম্পাদক