Home » রংপুরে কয়েদিসহ ১৬ জনের করোনা শনাক্ত

রংপুরে কয়েদিসহ ১৬ জনের করোনা শনাক্ত

রংপুর মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষায় চারজন স্বাস্থ্যকর্মীসহ ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন কারাবন্দি কয়েদি রয়েছেন।

রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু সোমবার সন্ধ্যায় জানান, গত ২৪ ঘন্টায় রংপুর মেডিক্যাল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

সূত্র জানায়, করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন রংপুর মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৩৫), রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের কর্মচারী (২০), হাসপাতালের স্টাফ নার্স (২৭), আরেক নার্স (৪২), রংপুর জেলখানার কয়েদি (৮০), নগরীর মুন্সিপাড়ার এক পুরুষ (৫৪), কামারপাড়া তাবলীগ মসজিদের এক পুরুষ (৩৩), সদর উপজেলার পাগলাপীর এলাকার এক নারী (৩০), পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে কর্মরত ছয়জন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন নীলফামারী সদরের জুম্মাপাড়ার এক রোগী (৪০) ও লালমনিরহাট পাটগ্রামের এক নারী (৩৮)।

রংপুর মেডিক্যাল কলেজে করোনা শনাক্তে পিসিআর মেশিন স্থাপন করা হয় গত ২ এপ্রিল। এরপর তিন হাজার ৭৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখানে ১৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য স্থানের পরীক্ষা মিলিয়ে রংপুর বিভাগের আট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮৩। আক্রান্তদের মধ্যে রংপুরে ৭৮, গাইবান্ধায় ১৮, দিনাজপুরে ২২, নীলফামারীতে ১৫, ঠাকুরগাঁওয়ে ১৮, কুড়িগ্রামে ২২, লালমনিরহাটে চার ও পঞ্চগড় জেলার ছয়জন রয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *