Home » কথা ফিরিয়ে নিলো নর্থ ইস্ট হাসপাতাল, করোনা রোগীদের চিকিৎসায় আপত্তি

কথা ফিরিয়ে নিলো নর্থ ইস্ট হাসপাতাল, করোনা রোগীদের চিকিৎসায় আপত্তি

সিলেটে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় প্রথমে আগ্রহ দেখালেও এবার নিজেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। সিলেটের বেসরকারি এই হাসপাতালটি করোনা আক্রান্তদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  সম্প্রতি হাসপাতালটির পরিচালনা পর্ষদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের অন্য রোগীদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

যদিও স্বাস্থ্য বিভাগ থেকে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় সরকারি শামসুদ্দিন হাসপাতালের পাশাপাশি নর্থ ইস্ট হাসপাতালের একটি ইউনিট অধিগ্রহণের পরিকল্পনা করা হয়েছিলো। নর্থ ইস্ট হাসপাতাল কর্তৃপক্ষকেও এমন আগ্রহের কথা জানানো হয়েছিলো। তবে চলতি সপ্তাহে স্বাস্থ্য অধিপ্তরকে চিঠি দিয়ে নিজেদের অপারগতা জানিয়ে দিয়েছে নর্থ ইস্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

যদিও গত ২৫ মার্চ করোনা সংক্রান্ত সেবা প্রদানে ফলাও করে হটলাইন সেবা চালু করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। করোনাআক্রান্তদের সেবায় নিজেদের প্রস্তুতির কথাও এসময় জানিয়েছিলো এই হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ১১ এপ্রিল সিলেটের প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশনের সভায় করোনায় আক্রান্ত রোগীদের সেবায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর দুটি বেসরকারি হাসপাতাল প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় এ সিদ্ধান্তে নিজেদের সম্মতিও প্রকাশ করে নর্থ ইস্ট হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আগের অবস্থান থেকে এখন সরে দাঁড়িয়েছে হাসপাতালটি।

কর্তৃপক্ষ বলছেন, দক্ষিণ সুরমাস্থ হাসপাতালটির আশেপাশের এলাকার বাসিন্দা ও হাসপাতালে চিকিৎসাধীন অন্য রোগীদের স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখেই বর্তমানে করোনা আক্রান্তদের চিকিৎসায় যেতে পারছে না হাসপাতালটি। করোনা আক্রান্তদের সেবা দিতে গেলে সেখানে অন্যান্য বিভাগের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাওয়ারও একটি আশংকা দেখছেন কর্তৃপক্ষ।

কারণ হিসেবে তিনি বলেছেন, ‘এখন হাসপাতালটিতে যদি করোনা রোগীদের চিকিৎসা দেয়া শুরু হয় তবে সেখানে থাকা অন্যান্য বিভাগের চিকিৎসাসেবা ব্যাহত হবে এমনকি বন্ধ হয়ে যেতে পারে। আর বন্ধ হয়ে গেলে স্থানীয়রা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন। তাই অন্য রোগীদের কথা মাথায় রেখে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছেন।’

এই সিদ্ধান্তের ব্যাপারে সিলেটের স্বাস্থ্য বিভাগ ও সিলেট করোনাভাইরাস প্রতিরোধে গঠিত মাল্টিসেক্টরিয়াল কমিটিকে জানানো হয়েছে জানিয়ে এ চিকিৎসক বলেন, আমাদের সিদ্ধান্তের ব্যাপারে আমরা তাদের লিখিতভাবে জানিয়েছি। তবে এখন পর্যন্ত তাদের তরফ থেকে কিছুই জানানো হয়নি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *