হবিগঞ্জের চুনারুঘাটে এক পাগলকে আঘাত করার প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করেছে অপর বন্ধু।
রোবরার রাত ৯টার দিকে উপজেলার বাল্লা সীমান্তে এ ঘটনাটি ঘটে।
নিহত সজিব মিয়া (২২) উপজেলার গাজীপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের উস্তার মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন- গত শুক্রবার বিকালে সাজিব মিয়া ও তার বন্ধু একই গ্রামের নুর হোসেনের ছেলে ফয়সাল মিয়া রেল লাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে বসে থাকা এক পাগলকে বাঁশ দিয়ে আঘাত করে ফয়সল। এ সময় পাগলকে মারার প্রতিবাদ করে সজিব মিয়া। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উবয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টির সমাধান করে দেন।
এরই জের ধরে রোববার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সজিব মিয়া রাস্তার পাশে বসেছিলেন। এ সময় ফয়সল মিয়া সজিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নির্বাহী সম্পাদক