দিনকয়েক আগে করোনা আক্রান্ত হয়ে আত্মহত্যা করেছেন তবলিগি জামাতের এক ব্যাক্তি। ঠিক তারপরেই আরও এক ব্যাক্তির নিজামুদ্দিন মার্কাজে তবলিগি জামাতের ধর্মীয় জমায়েত থেকেই COVID19 আক্রান্ত হয়েছেন আরও একজন, সোমবার এমন তথ্যই প্রকাশ্যে এনেছেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এ দিন তিনি জানিয়েছেন, নিজামুদ্দিন মার্কাজে তবলিগি জামাতের ধর্মীয় জমায়েতের সংযোগে আরও একজন করোনা পসিটিভ হয়েছেন। তিনি ধুবরির বাসিন্দা। সোমবারের তথ্য সামনে আসার পরে অসমে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩০।
করোনা আবহে নিজামুদ্দিন যোগ পরিস্থিতি আরও জটিল করেছে, তাই যে সকল মানুষ তবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং যাদের পরীক্ষা করে রিপোর্ট পসিটিভ এসেছে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করবে অসম সরকার, এমনটাই জানিয়েছে রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ভারতের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে বলা হয়েছে, “দিল্লির ওই তাবলিগ জামাত থেকে দেশের ১৪টি রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এছাড়া ওই তাবলিগি জামাতের সঙ্গে যুক্ত অন্তত ১২ জন ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।’
গত মার্চের মাঝামাঝি সময়ে মার্কাজ নিজামুদ্দিনের ওই তবলিগি জামাতে ভারত ছাড়াও অন্যান্য দেশ থেকে মানুষ অংশ নেন। ছিলেন বাংলাদেশিও। সব মিলিয়ে প্রায় ৯ হাজার মানুষ যোগ দিয়েছিলেন ওই সমাবেশে। ভারতের একাধিক রাজ্যে রাজ্য সরকার ওই সমাবেশে যোগ দেওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
দিনকয়েক আগে করোনা আক্রান্ত হয়ে আত্মহত্যা করেছেন তবলিগি জামাতের এক ব্যাক্তি। ঠিক তারপরেই আরও এক ব্যাক্তির নিজামুদ্দিন মার্কাজে তবলিগি জামাতের ধর্মীয় জমায়েত থেকেই COVID19 আক্রান্ত হয়েছেন আরও একজন, সোমবার এমন তথ্যই প্রকাশ্যে এনেছেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এ দিন তিনি জানিয়েছেন, নিজামুদ্দিন মার্কাজে তবলিগি জামাতের ধর্মীয় জমায়েতের সংযোগে আরও একজন করোনা পসিটিভ হয়েছেন। তিনি ধুবরির বাসিন্দা। সোমবারের তথ্য সামনে আসার পরে অসমে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩০।
করোনা আবহে নিজামুদ্দিন যোগ পরিস্থিতি আরও জটিল করেছে, তাই যে সকল মানুষ তবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং যাদের পরীক্ষা করে রিপোর্ট পসিটিভ এসেছে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করবে অসম সরকার, এমনটাই জানিয়েছে রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ভারতের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে বলা হয়েছে, “দিল্লির ওই তাবলিগ জামাত থেকে দেশের ১৪টি রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এছাড়া ওই তাবলিগি জামাতের সঙ্গে যুক্ত অন্তত ১২ জন ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।’
গত মার্চের মাঝামাঝি সময়ে মার্কাজ নিজামুদ্দিনের ওই তবলিগি জামাতে ভারত ছাড়াও অন্যান্য দেশ থেকে মানুষ অংশ নেন। ছিলেন বাংলাদেশিও। সব মিলিয়ে প্রায় ৯ হাজার মানুষ যোগ দিয়েছিলেন ওই সমাবেশে। ভারতের একাধিক রাজ্যে রাজ্য সরকার ওই সমাবেশে যোগ দেওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
পাশাপাশি কেন্দ্র এবং রাজ্যের তথ্যের উল্লেখ করে জানিয়েছেন, অসম থেকে ৮৩১ জন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। তথ্যগুলিকে বিস্তারিতভাবে তুলে ধরতে তিনি জানিয়েছেন, ৮৩১ জনের মধ্যে ৪৯১ জনের স্যাম্পেল সংগ্রহ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
মসজিদ কমিটির থেকে যারা বাকি আছেন তাঁদের চিহ্নিত করতে বলা হয়েছে এবং তাঁদের স্যাম্পেল টেস্ট করার কথাও জানানো হয়েছে।
নির্বাহী সম্পাদক