হাকিমপুর উপজেলা কর্মহীন অসহায়দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্য স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মিরা । রবিবার সন্ধা থেকে গভীর পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে ৩শ অসহায় পরিবার খাদ্য সামগ্রী বিতাররণ করেন । এসময় হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের উদ্দিন মন্ডল,সাধার সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ,পৌর সভাপিত আতাউর রহমান কাজল,সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, সহ অনেকে নেতা কর্মিরা উপস্থিত ছিলেন । স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলেন দূর্যোগের সময় আমরা সবাই এগিয়ে আসি সেই সাথে সরকার যেমন টি বলছে ঘর মধ্যে থাকতে হবে,ঠিক এমন একটা পরিস্থি হিলি কোন শহর বা দোকান গুলো জনসমাগম ঢল দেখে মনে হয় আনন্দ উৎসব মতে উঠেছে।দয়া করে আবারো বলছি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হয়েন না ।যারা শ্রমজিবি আছে তাদের বাড়ি বাড়ি খাবার পৌছে দেওয়া হবে।তিনি জানান বিত্তবান ব্যাক্তিরা অসহায় মানুষগুলোর পাশে থাকার আহব্বান জানান।
নির্বাহী সম্পাদক