দুর্গম এলাকায় বসবাসকারী ভূমিহীনদের পাশে দাড়িয়ে এক অন্যন্য দৃষ্টান্ত স্হাপন করলেন এসএমপি এর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ শাহাদত হোসেন।
“মানুষ মানুষের জন্য” – বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি পরিবারের মুখে হাসি ফুটে, একজন মানুষ ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখে—তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব হয়।
করোনার এই পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছেন দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলো। তেমনই দুর্গম এলাকার কিছু ভূমিহীন মানুষের খোঁজ পাওয়া যায়। তাদের থাকার নিজস্ব কোন জায়গা নেই।
থানা থেকে অনুমান ৫ কিঃমিঃ পশ্চিমে জেলা পরিষদ ন্যাচারাল পার্কে।
দুর্গম এলাকায় পায়ে হেঁটে যেতে হয় টিলার উপরে ঢালে ছোট ছোট বেড়ার ঘরে বসবাস করে এই মানুষ গুলো। কেউ পাথর শ্রমিক আবার কেউ ভ্যান / রিক্সা চালক। এভাবেই চলে তাদের জীবন জীবিকা। তাদের পরিশ্রমের উপার্জন নিয়ে ভালোই চলছিল দিন কিন্তু বর্তমান মহামারীর কারণে ঘর থেকে বের হতে পারছিল না এই মানুষ গুলো। অনেকে কয়েক দিন যাবত খাবার পাচ্ছে না। অনেকে আবার না খেয়ে দিন পার করছে আবার রোজা ও রেখছে। তিন দিন না খেয়ে ক্ষুধার তাড়নায় এক প্রকার বাধ্য হয়ে অফিসার ইনচার্জ কে খবর দিলেন, খবর পেয়ে নাছোড়বান্দা ওসি নিজেই বাজার সদাই করে নিজ হাতে সহকর্মীদের সাথে নিয়ে ত্রাণ নিয়ে ঘটনাস্থলে হাজির হন। তিনি ভুক্তভোগী পরিবারদের মাধ্যে খাবার বিতরণ করেন। অত্র এলাকায় আরও অনেক লোকজন ক্ষুধার্থ থেকে দিন পারকরছে। অনেক পরিবার আছে তাদের খাবারের প্রয়োজন।
তিনি তাদের পরবর্তীতে আরও সাহায্য সহযোগিতা করবেন বলছেন।