Home » মৌলভীবাজারের জুড়ীতে ১০ জন কোয়ারেন্টাইন মুক্ত

মৌলভীবাজারের জুড়ীতে ১০ জন কোয়ারেন্টাইন মুক্ত

করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারের জুড়ীতে বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত প্রবাস ফেরৎ ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।ইতিমধ্যে ১০ জনকে কোয়ারেন্টাইন মুক্ত করা হয়েছে।

সেই সাথে সচেতনতার লক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে এবং সবধরণের খেলা, ওয়াজ, কীর্তণ, ওরুসসহ জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মনিটরিংয়ের দায়িত্বে থাকা ডা. অনিক ঘোষ জানান, স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মীগণ সকল প্রবাস ফেরৎসহ বিস্তারিত তথ্য সংগ্রহে মাঠে কাজ করছেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জনগণকে আতঙ্কিত না হবার আহবান জানিয়ে প্রবাস ফেরৎদের কোয়ারেন্টাইন মেনে চলার অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক সবধরণের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা গুলো কেহ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *