সিলেট নগরীর চৌকিদেখী এলাকা থেকে চোলাই মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৯।মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চৌকিদেখী থেকে ১৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে আটক করে।
আটককৃত লাক্কাতুরা চা বাগানের মৃত বিধু নায়েকের ছেলে বাবুল নায়েক (৬০)।সিলেট ক্যাম্পের অপারেশন কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে তাকে আটক করে।
আটককৃত আসামীকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মো. সামিউল আলম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
প্রতিনিধি