Home » সিলেট গোয়াইনঘাট ফেইসবুকে মন্তব্যের জের ধরে বৃদ্ধের উপর অতর্কিত হামলা

সিলেট গোয়াইনঘাট ফেইসবুকে মন্তব্যের জের ধরে বৃদ্ধের উপর অতর্কিত হামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মন্তব্যের জের ধরে ফয়জুল করিম নামের ৫০ বছর বয়সী এক বৃদ্ধের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গুরকছি গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আক্তারুজ্জামান (২০) এবং একই গ্রামের ফয়জুল করিমের ছেলে শামীম আহমদ (১৯) এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি মন্তব্য নিয়ে বিরোধ ছিল।

মঙ্গলবার দিবাগত-রাত আনুমানিক ৯টায় গুরকছি বাজার থেকে বাড়ী ফিরছিলেন গুরকছি গ্রামের মৃত হেকিম আলীর ছেলে ফয়জুল করিম (৫০)। বাড়ি ফেরার পথে গুরকছি উচ্চবিদ্যালয়ের নিকটবর্তী ক্লাব ঘরের সামনে পৌঁছামাত্র ৬/৭ যুবক তার উপর হামলা চালায়। অতর্কিত হামলায় শিকার হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একাধিক বার বমি করেছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, এই মারামারির বিষয়ে তার কাছে কোন অভিযোগ যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *