দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম বলেছেন, করোনার প্রকোপ থেকে দেশের মানুষকে মুক্ত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা-দূর্গারামপুর সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমাবেশ হওয়ার কথা ছিল জাতীয় প্যারেড স্কয়ারে। কিন্তু যখন বিশ্বের ১২০টির বেশি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কথা চিন্তা করে এই হাজার হাজার মানুষের সমাবেশ থেকে পিছিয়ে এসেছেন।
তিনি জানেন বঙ্গবন্ধুর জন্ম দ্বি-শতবার্ষিকী পালন করা হবে একদিন। সেদিন তিনি থাকবেন না। তারপরও শিথিল করেছেন জন্মশতবর্ষের উদযাপন।
সবকিছুই শেখ হাসিনা করেছেন করোনা ভাইরাস আতঙ্ক থেকে বাংলার জনগণকে ঝুঁকিমুক্ত রাখতে। বঙ্গবন্ধুর দেখানো পথেই হাঁটছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু যেমন জীবন উৎসর্গ করে দিয়েছিলেন বাংলার মানুষের জন্য, তেমনি কাজ করেছেন বিশ্ব মানবতার মা শ্রেষ্ঠ বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান শেখ হাসিনা।
সূত্র: যুগান্তর
প্রতিনিধি