সিলেট বিদ্যুৎ লাইনে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার (৭ মার্চ) সিলেট মহানগর ও শরহতলির বিভিন্ন এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এর মধ্যে রয়েছে কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরাণ থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালঙ্কা নয়াবস্তি ও আশপাশ এলাকা।
এছাড়াও ১১ কেভি ধোপাদিঘীর পাড় ফিডারের আওতাধীন উৎসব সেন্টার, রোজভিউ, ডুবরীহাওর, পুলিশ ফাড়ি, নাইওরপুল, ধোপাদিঘীর পাড়, সোবহানীঘাট, ওসমানী জাদুঘর, হাফিজ কমপ্লেক্সের আশপাশ এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না।
প্রতিনিধি