Home » শেষ ষোলোর প্রথম লেগে হারলো রানার্সআপ টটেনহ্যামও

শেষ ষোলোর প্রথম লেগে হারলো রানার্সআপ টটেনহ্যামও

চ্যাম্পিয়ন লিভারপুলের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে হারলো  বর্তমান রানার্সআপ টটেনহ্যাম হটস্পারও। বুধবার রাতে ঘরের মাঠে জার্মান ক্লাব আরবি লাইপজিগের কাছে ১-০তে হারে কোচ হোসে মরিনহোর দল। লাইপজিগের হয়ে ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন টিমো ভেরনার।

কোচিং ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের ম্যাচ হারলেন মরিনহোর। ২০০৬তে চেলসি ও ২০১১তে রিয়াল মাদ্রিদের হয়ে এমন অভিজ্ঞতা হয়েছিল তার। দু’বারই মরিনহোর দল ছিটকে যায়।

চ্যাম্পিয়ন্স লীগে এবারই প্রথম নকআউট পর্বে খেলছে আরবি লাইপজিগ। দলটির কোচ জুলিয়ান নেগলসম্যান ইউরোপসেরার এই আসরের নকআউট পর্বে সবচেয়ে কম বয়সী কোচ।

শেষ ষোলোর অপর ম্যাচে নিজেদের মাঠে ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইতালিয়ান ক্লাব আতালান্তা। দলের হয়ে জোড়া গোল করেন ডাচ ডিফেন্ডার হ্যান্স হ্যাটবোয়ার। নিজেদের ইতিহাসে প্রথমবার ইউরোপিয়ান আসরে টানা তিন জয় দেখলো আতালান্তা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *