জনপ্রিয়তায় বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া ও দীপিকা পাডুকোনকে পেছনে ফেললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।জানা গেছে, সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ারের সংখ্যা এখন এই দুই তারতার চেয়েও বেশি।
জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে প্রথম ভারতীয় হিসেবে ফিফটি মিলিয়ন ফলোয়ার মাইলস্টোনে পৌঁছলেন কোহলি। বিরাটের ঠিক পেছনেই রয়েছেন প্রিয়াংকা চোপড়া। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৪৯.৯ মিলিয়ন।তালিকায় তিন নম্বরে রয়েছেন আরেক বলিউড স্টার দীপিকা পাড়ুকোন।
ইনস্টাগ্রামে তার বর্তমানে ৪৪.১ মিলিয়ন ফলোয়ার।ফলে ব্যাট হাতে বাইশ গজেই বিরাট কোহলি জনপ্রিয় নয়, মাঠের বাইরেও তার জনপ্রিয়তা তুঙ্গে। তাই তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও দাপট দেখাচ্ছেন টিম ইন্ডিয়ার এই ক্যাপ্টেন।
প্রতিনিধি