সম্প্রতি ফেসবুকে মিয়া ভাই’খ্যাত চলচ্চিত্রের কিংবদন্তি ফারুকের একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে ফারুক বলেন, ‘সালমান শাহ কী? আহামরি কি সে এমন, এতো কথা বলো, কী সে… তোমার হাজারো সালমান শাহকে বিট করে দিচ্ছে আমাদের শাকিব। কোথায় নিয়ে চলে গেছে শাকিব। এগুলো ধরলে আমরা কিন্তু কথা বলতে পারি’- তার এমন মন্তব্যে ফেসবুক জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
ভাইরাল হওয়ার এই ভিডিওতে নেচিবাচক মন্তব্যই পড়ছে বেশি। ভিডিও’র ক্যাপশন হিসেবে লিখা হয়েছে- ‘ফারুক সাহেব নিজেই নিজের শ্রদ্ধার জায়গাটিকে নষ্ট করলো। লিটন সিকদার নামে একজন লিখেছেন- সালমান শাহকে এরকম কথা বলার কারণ, ফারুক সাহেবের ‘সুজন সখী’ ছবিতে তার চেয়ে বেশি দর্শক দেখছেন। এই হিংসার কারণে উনি আর সালমান শাহকে নিয়ে এ ধরনের কথা বলছে।
এমডি সুমন লিখেছেন- ‘মামা ফারুক সাহেব হঠাৎ করে মরহুম সালমান শাহর প্রতি এত রেগে গেলেন কেন? যেই শাকিব খান আমাদের কোনো ভাল কিছু উপহার দিতে পারে নাই, শাকিব খানের শুধু আছে অ্যাকশন। মনির হোসেন লিখেছেন- ‘ফারুক সাহেবের প্রতি যে সম্মানটুকু ছিলো আমার, আজ তাও উঠে গেল।’
মোস্তাফিজুর রহমান রতন লিখেছেন- ‘কয়েকদিন আগে না শাকিবকে নিয়ে কত কি বললো এই উন্মাদে। এখন আবার শাকিব বাজান হয়ে গেছে। আসলে তো কোনো যোগ্যতা নাই। ফারুকের সিনেমা বলতে আমরা যাত্রাপালাই বুঝি। ও কিভাবে সালমান শাহ’র কারিশিমা বুঝবে। ও কি নিজে বুঝে না, সারা জীবন যাত্রা কইরাও মানুষ ওরে পুছেনা। আর সালমান শাহ ২৭ সিনেমায় ২৪ বছর মৃত থেকেও এত আলোচনায়…।’
ভিডিওজুড়ে এমন অসংখ্য মন্তব্য পড়ছে। সঙ্গে যোগ হচ্ছে তাদের অ্যাংগ্রি রিয়েক্টও।
প্রতিনিধি