কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টে সংবর্ধিত হয়েছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপীজয়ী দলের সদস্য সিলেটের বালাগঞ্জের কৃতিসন্তান তানজিম হাসান সাকিব। শনিবার রাতে নগরীর টিলাগড় পয়েন্টে টুর্নামেন্ট মাঠে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত অতিথিরা বিশ্বকাপ জয়ী সাকিবকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বকাপ শিরোপাজয়ী দলের একজন হয়ে সাকিব সিলেটের মুখ উজ্জ্বল করেছেন। সিলেটে নতুন প্রজন্মের যারা ক্রিকেট চর্চা করছেন তাদের কাছে সাকিব এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন। সাকিব প্রমাণ করেছেন অদম্য ইচ্ছা থাকলে যে কোন কঠিন চ্যালেঞ্জ জয় করা সম্ভব। সাকিব তার নিজের যোগ্যতা ও ক্রীড়া নৈপুন্য দিয়ে একদিন জাতীয় দলে ঠাঁই করে নেবে। অনুর্ধ্ব-১৯ দলের এই যুবা একদিন বাংলাদেশ দলের অপরিহার্য ক্রিকেটারে পরিণত হবে। সেদিন জাতীয় তারকা হিসেবে দেশের মানুষ তাকে নিয়ে গর্ব করবে।
সংবর্ধনা জবাবে তানজিম হাসান সাকিব বলেন, সকলের দোয়া থাকায় বাংলাদেশ দল বিশ্বচ্যাম্পিয়ান হতে পেরেছে। দেশের মানুষের সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে আজকের বিশ্বজয়ী অনুর্ধ্ব-১৯ দলের প্রতিটি খেলোয়াড় একসময় ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবে।
টুর্নামেন্টের প্রবর্তক সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও অধ্যাপক লাহিন আহমেদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম, সিসিক কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, যুক্তরাজ্যের ক্যানারি ওয়ার্ফ গ্রুপের পরিচালক ও ওয়েস্টহ্যাম ইউনাইটেড ফুটবল ক্লাবের এম্বেসেডর জাকির খান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ছমর উদ্দিন মানিক, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, বিভাগীয় ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক এ এইচ আরিফ, বর্তমান কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, সিলেট ক্রীড়া লেখক সমিতির সভাপতি মান্না চৌধুরী, সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান, কাতার প্রবাসী কমিউনিটি নেতা কয়ছর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, বীরমুক্তিযোদ্ধা ননি গোপাল, বীরমুক্তিযোদ্ধা চিত্ত বাবু, বীরমুক্তিযোদ্ধা রজনীকান্ত, বীরমুক্তিযোদ্ধা বিনোদ মোহন দাস, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় গোল্ডেন বয় শাহাজ উদ্দিন টিপু প্রমুখ।
পরে বিশ্বকাপজয়ী সাকিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
প্রতিনিধি