Home » দিজোঁকে গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপের সেমিতে পিএসজি

দিজোঁকে গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপের সেমিতে পিএসজি

দিজোঁকে গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করলো পিএসজি। বুধবার রাতে দিজোঁর মাঠে ৬-১ গোলের বড় জয় পেয়েছে টমাস টুখেলের দল।

ম্যাচের প্রথম মিনিটেই ভেসলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ১৩ মিনিটে দিজোঁর পক্ষে একমাত্র গোলটি করে সমতা আনেন মুনির। ৪৪তম মিনিটে গোল করে পিএসজিকে আবার এগিয়ে দেন কিলিয়ান এমবাপে।

দ্বিতীয়ার্ধে গোলের ক্ষুধা আরো বাড়ে পিএসজির। সাফল্যও আসে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই। গোল করে ব্যবধান ৩-১ করে ফেলেন থিয়াগো সিলভা। ৫৫তম মিনিটে পাবলো সারাবিয়া গোল পেলে স্কোরলাইন ৪-১ হয়ে যায়।

৮৬তম মিনিটে আবারো আত্মঘাতী গোল। এবার ভুলটা করেন স্বাগতিক ডিফেন্ডার কলিবালি। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার সারাবিয়া।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *