দারুণ পারফরমেন্সে বার্সেলোনাকে কোপা দেল রের শেষ আটে নিয়ে গেলেন লিওনেল মেসি। নিজে জোড়া গোল করেছেন, পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি। ন্যু ক্যাম্পে শেষ ষোলোর লড়াইয়ে বৃহস্পতিবার রাতে লেগানেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কিকে সেতিয়েনের দল। তাদের বাকি তিন গোল করেন আঁতোয়ান গ্রিজম্যান, ক্লেমো লংলে ও আর্থার মেলো।
বার্সেলোনার জার্সিতে এটি ৫০০তম (৭১০ ম্যাচে) জয় লিওনেল মেসির। কাতালানদের হয়ে ৫০০ জয় ছোঁয়া প্রথম এবং একমাত্র ফুটবলার এখন তিনি। মেসির পরেই আছেন জাভি হার্নান্দেজ (৪৭৬) ও আন্দ্রে ইনিয়েস্তা (৪৫৯)।
ম্যাচের চতুর্থ মিনিটে বার্সার গোল উৎসবের শুরুটা করেন ফরাসি স্ট্রাইকার আঁতোয়ান গ্রিজম্যান। বার্সার দ্বিতীয় গোলটিও আরেক ফরাসি তারকার।২৭তম মিনিটে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির নেয়া কর্ণার থেকে হেডে ঠিকানা খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার ক্লেমো লংলে।
দ্বিতীয়ার্ধে গোলের খাতা খোলেন লিওনেল মেসি। ৫৯ মিনিটে দলের তিন নম্বর গোল করেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী তারকা। ৭৭ মিনিটে ব্যবধান আরো বাড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার। ৮৯ মিনিটে ইভান রাকিটিচের পাস নিজের জোড়া গোল পূরণ করেন মেসি।
প্রতিনিধি