রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা এলাকায় নাইট কোচ ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের এএসপি জাহিদুর রহমান চৌধুরী।
পুলিশ জানায়, সকালে একটি নাইট কোচ ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিলো। অপরদিকে সৈয়দপুর থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল। রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা নামক স্থানে নাইটকোচ অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ তিনজন মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাইওয়ে পুলিশের ওসি গোলাম কিবরিয়া জানান পুলিশ জানায় নাইট কোচটি বেপরোয়াভাবে চালানোর কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। নাইটকোচটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। তিনি জানান, নিহতের একজনের নাম রুবেল বলে জানা গেলেও বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সুত্র: বাংলাদেশ প্রতিদিন