অনলাইন ডেস্ক : বছর শেষ হতে চলেছে। শুরু হয়েছে অনেক হিসাব-নিকাশ। কোন তারকা কী করলেন বছর শেষে সেটি জানার আগ্রহ থাকে সাধারণ মানুষের মধ্যে। আমাদের আজকের আয়োজন তারকাদের বিয়ে নিয়ে সালতামামী ২০১৯
মিথিলা-সৃজিত : অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেছেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। ৬ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি হয়। ঘরোয়াভাবে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার বাবা-মা, ভাইবোন এবং সৃজিতের পরিবারের মানুষজন। বিয়ের পর মধুচন্দ্রিমায় তারা গিয়েছেন সুইজারল্যান্ড। জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে।
সাবিলা-নেহাল : মডেল ও অভিনয়শিল্পী সাবিলা নূরের জন্য ২৫ অক্টোবরে সন্ধ্যাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে তার বিয়ে হয় সেদিন। নেহাল বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী।
গুলতেকিন-আফতাব : বিয়ে করেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। চলতি বছর ছোট পরিসরে তিনি বিয়ে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে। গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে।
কনা-ইফতেখার : একেবারে ঘরোয়া পরিবেশে পারিবারিক সদস্যদের নিয়ে ২১ এপ্রিল বিয়ে করেছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বর ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার। বন্ধুমহলে তিনি গহীন নামে পরিচিত।
মম-শিহাব শাহীন : ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবেই বিয়ে করেছিলেন লাক্স তারকা জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহী। কিন্তু তারা এ বিষয়ে কোনো কথাই বলেননি। বারবার নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছেন তারা। কিন্তু অবশেষে চার বছর পর চলতি বছরের ২০ নভেম্বর বিয়ের বিষয়টি নিজেরাই প্রকাশ করেছেন। বিবাহবার্ষিকীর কেক কাটার একটি ছবিসহ ফেসবুকে প্রকাশ করে নিজেরাই জানালেন বিয়ের খবর।
এশা-সাকি : মঞ্চ অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এশা ইউসুফ বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাসের গায়ক সাকি ব্যানার্জিকে। ১১ অক্টোবর সন্ধ্যায় কলকাতার ম্যারিয়ট হোটেলে পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়। বাবা-মা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ ছাড়াও এ আয়োজনে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নৃত্যশিল্পী মিনু হক, রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা, মঞ্চের অভিনেতা মোস্তাফিজ শাহীনসহ দুই পরিবারের সদস্যরা।
আইরিন-সাইফুল : ছোটপর্দার তারকা আইরিন তানি বিয়ে করেছেন ৩ অক্টোবর। তার বর সাইফুল হক চৌধুরী ঢাকায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করছেন।
কিশোর-স্নিগ্ধা : ১৪ নভেম্বর বিয়ে করেছেন কণ্ঠশিল্পী কিশোর দাস। তার স্ত্রী স্নিগ্ধা দাস কিশোরগঞ্জের মেয়ে। রাজধানীর লেডিজ ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
প্রতিনিধি