অনলাইন ডেস্ক : রাজধানীর ফার্মগেট এলাকায় বাস চাপায় সখিনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ রোববার বিকেল পৌনে ৩টার দিকে ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসটি জব্দ করে বাসচালককে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম-উর-রশিদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি জানান, আজ বিকেল পৌনে ৩টার দিকে দ্রুত গতিতে আসা বাসটি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। এ সময় বাসের হেলপার পালিয়ে গেলেও বাসের চালককে আটক করা হয়।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের ছেলে শামীমের বরাত দিয়ে পুলিশ জানায়, সখিনা বেগমের মেয়ের বাসা রাজধানীর তেজগাঁও এলাকায়। রোববার দুপুরে মেয়ের বাসায় দাওয়াত খেয়ে ছেলের মোটরসাইকেলে করে খিলক্ষেত এলাকার নিজেদের বাসায় ফিরছিলেন ওই নারী। তারা ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে পৌঁছালে তিন নম্বর রুটের একটি বাস
মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইকের পেছন থেকে সখিনা বেগম পড়ে যান। পরে বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে এ ঘটনায় শামীম অক্ষত রয়েছেন। এর আগে গত ৩০ মে সকালে ফার্মগেট গোলচত্বরে স্বাধীন পরিবহনের একটি বাসের চাপায় তানজিনা নামের এক ছাত্রী নিহত হয়েছিলেন।
প্রতিনিধি