সিলেট :: দেশব্যাপি ধর্ষণের প্রতিবাদে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।
গ্রাসরুটস’র নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক সিকান্দর আলী।
এসময় তিনি বলেন, বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও বেড়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। বেড়েছে যৌন হয়রানি, ধর্ষণসহ, অপহরণের ঘটনা। এগুলোর মধ্যে কিছু ঘটনা প্রকাশিত হলেও বেশির ভাগ ঘটনা ধামাচাপা পড়ে যায় লোকলজ্জার কারণে। তাই একমাত্র সচেতনতার মাধ্যমে ধর্ষণের প্রতিবাদ করতে হবে। ধর্ষকের শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাহেদা পারভীন চৌধুরী, তৃণমুল নারী উদ্যোক্তার বিভাগীয় সমন্বয়কারী বিলকিস নুর, অনিতা দাশ গুপ্ত, ওয়ার্কার্স পার্টির জেলার সভাপতি আবুল হোসেন, আলমগীর হোসেন, শামীম মজুমদার, মুফতি কমর উদ্দিন কামু, সালমা বেগম, হাসিনা বেগম প্রমুখ।
নির্বাহী সম্পাদক