জৈন্তাপুর প্রতিদিন: সিলেটের জৈন্তাপুরে প্রোবক্স কারের সিলিন্ডার বিষ্ফোরন হয়ে নিহত ১, আহত ১০ এলাকাবাসী সূত্রে যানাজায়, ২৬ নভেম্বর মঙ্গলবার রাত ১০.২০ মিনিটে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া বাজারের আলাল মিয়ার মালিকানাধিন গ্যারেজে অগ্নি সংযোগের ঘটনা ঘটে৷ এসময় গ্যারেজে রক্ষিত আলাল মিয়ার প্রোবক্স গাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত আগুন গ্যাস সিলিন্ডার চলে যায়৷
তৎক্ষনিক ভাবে সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন নিভানোর কাজে যাওয়া যুবক উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষীপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে রেদওয়ান নিহত হয়৷ এঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ঈসমাইল নামে একজন গুরুত্বর অবস্থায় জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে দ্রুত সিলেট এম.এ.জি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন৷
বাকীদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ ঘটনাস্থলে জৈন্তাপুর মডেল থানাপুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা পৌছে এলাকাবাসী সহ আগুন নিয়ন্ত্রের চেষ্টা করছেন৷