Home » কালীপুজোর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, হরিদেবপুরে তুবড়ি ফেটে মৃত ৫ বছরের শিশু

কালীপুজোর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, হরিদেবপুরে তুবড়ি ফেটে মৃত ৫ বছরের শিশু

অনলাইন ডেস্ক : দীপাবলির রোশনাই মুহূর্তেই ম্লান। রবিবার সন্ধেয় হরিদেবপুরের বিদ্যাসাগর কলোনিতে তুবড়ি ফেটে মৃত্যু হল বছর পাঁচেকের এক শিশুর। নিহত শিশুর নাম আদি দাস। এদিন সন্ধেয় পাড়ার অন্যান্যদের সঙ্গে বাজি ফাটাচ্ছিল আদি। একটি তুবড়িতে আগুন দিতে গিয়েই ঘটে যায় ওই মর্মান্তিক ঘটনা। প্রথমবার আগুন দেওয়ার পর সেটি ফাটেনি। ফলে দ্বিতীয়বার আগুন দিতে যায় আদি।

তখনই সেই ফেটে যায় সেটি। তুবড়িটি খোলের অংশ তীব্র গতিতে এসে ঢুকে যায় আদির গলায়। প্রচুর রক্তপাত হতে থাকে তার গলা থেকে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে, দীপাবলির রাতে তুবড়ি ফেটে মৃত্যু হল কসবার এক ব্যক্তির।

রবিবার সন্ধে আটটা নাগাদ বিজন সেতুর কাছে তুবড়ি ফাটাচ্ছিলেন দীপ কোলে নামে ওই ব্যক্তি। আগুন লাগার পর তুবড়ির খোল ফেটে এসে লাগে দীপের গলায়। মারাত্মক জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় শিশুমঙ্গল হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। সূত্র: জি নিউজ

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *