সর্বশেষ ২০১০ সালে দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল সরকার। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এমপিওভুক্তিকরণ বন্ধ ছিল। তবে অবশেষে বুধবার (২৩ অক্টোবর) দেশের দুই হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার। তন্মধ্যে আছে সিলেট বিভাগের চারটি জেলার ২৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেন। বিপুল সংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলেও প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি পড়ালেখার মান ঠিক না থাকে, তবে এমপিও বাতিল করা হবে।
জানা গেছে, সিলেট বিভাগে এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৮টি, মাধ্যমিক বিদ্যালয় ৯৭টি, উচ্চমাধ্যমিক (স্কুল ও কলেজ) ৯টি, উচ্চমাধ্যমিক (কলেজ) ৭টি, স্নাতক (পাস) ৭টি, ভোকেশনাল ২টি, কৃষি শিক্ষা প্রতিষ্ঠান ১টি এবং ৭৫টি মাদ্রাসা রয়েছে। তন্মধ্যে দাখিল মাদ্রাসা ৫২টি, আলিম মাদ্রাসা ১৭টি, ফাজিল মাদ্রাসা ৩টি এবং কামিল মাদ্রাসা ৩টি। সিলেট বিভাগের চারটি জেলার এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পূর্ণাঙ্গ তালিকা নিচে তুলে ধরা হলো-
এমপিওভুক্ত হওয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়: সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া হাইস্কুল, মোহাম্মদ মজনু মিয়া একাডেমি, কেজিডিএস হাইস্কুল, সমিরুন্নেসা হাইস্কুল এবং গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি, বিশ্বনাথের চারিগ্রাম আদর্শ হাইস্কুল, জৈন্তাপুরের পূর্ব রাজ মহবুবুল আম্বিয়া চৌধুরী মেমোরিয়াল জুনিয়র হাইস্কুল, গোয়াইনঘাটের পূর্ব তোয়াকুল হাইস্কুল, জেবুন নাহার সেলিম হাইস্কুল এবং গুরুকছি হাইস্কুল, কানাইঘাটের কানাইঘাট পাবলিক হাইস্কুল এবং বীরদল অগ্রগামী হাইস্কুল, জকিগঞ্জের এমআর মজুমদার বিদ্যানিকেতন, গোলাপগঞ্জের মসলম উদ্দিন খান একাডেমি এবং হাজীপুর আইডিয়াল হাইস্কুল, বিয়ানীবাজারের শেওলা হাইস্কুল এবং খলিল চৌধুরী গার্লস একাডেমি।
সুনামগঞ্জ জেলাল সদর উপজেলার হাজী আব্দুস সাত্তার এন্ড মরিয় জুনিয়র স্কুল ও সৈয়দপুর জুনিয়র হাইস্কুল, জামালগঞ্জের আলহাজ্ব ঝুনু মিয়া হাইস্কুল, তাহিরপুরের ব্রাহ্মণগাঁও আদর্শ হাইস্কুল, দিরাইয়ের মকসদপুর হাইস্কুল, জগন্নাথপুরের শাহজালাল হাইস্কুল, ছাতকের আলহাজ্ব আয়াজুর রহমান হাইস্কুল, সালেহা খাতুন কুর্শি হাইস্কুল ও শাহজালাল হাইস্কুল, দোয়ারাবাজারের হাজী নুরুল্লাহ তালুকদার দশগাঁও হাইস্কুল, রাগীব-রাবেয়া হাইস্কুল, বাঁশতলা চৌধুরীপাড়া শহীদ স্মৃতি হাইস্কুল ও মুহিবুর রহমান মানিক সোনালী নূর হাইস্কুল।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুনিয়র হাইস্কুল, আটঘর হাইস্কুল, পদুনাপুর হাইস্কুল এবং এম ইসরাইল এএম আমির হাইস্কুল, কুলাউড়ার সুলতানপুর গার্লস স্কুল, লক্ষীপুর মিশন হাইস্কুল, লংলা হাইস্কুল, পল্লকান্দি লংলা হাইস্কুল, মাস্টার শরাফত আলী হাইস্কুল এবং ইউসুফ তৈয়বুন গার্লস হাইস্কুল, জুড়ি উপজেলার আলবিনটিলা মুক্তিযোদ্ধা হাইস্কুল, হাজী সোনা মিয়া আপ্তারুন নেসা হাইস্কুল এবং জীবনজ্যোতি নগর জুনিয়র হাইস্কুল, রাজনগরের আলহাজ্ব আব্দুল মুক্তাদির একাডেমি এবং বেরকুড়ি হাইস্কুল, কমলগঞ্জের ডলুয়াচারা জুনিয়ার হাইস্কুল, শ্রীমঙ্গলের বরুণা হাজী জালাল উদ্দিন হাইস্কুল।
হবিগঞ্জ জেলার সদর উপজেলার বামকান্দি পঞ্চগ্রাম জুনিয়র হাইস্কুল, বামকান্দি আদর্শ স্কুল, উমেদনগর পৌর হাইস্কুল এবং তেলিখাল আদর্শ হাইস্কুল, বাহুবলের হাজী এ ওয়াহিদ চৌধুরী হাইস্কুল, বি.সি. জুনিয়র সেকন্ডারি স্কুল এবং জগতপুর হাইস্কুল, নবীগঞ্জের মতিউর রহমান চৌধুরী হাইস্কুল, বিবিয়ানা আদর্শ হাইস্কুল, আজমিরীগঞ্জের সাতগাঁও পাবলিক হাইস্কুল, বানিয়াচংয়ের উত্তর সাঙ্গর হাইস্কুল এবং মেধাবিকাশ হাইস্কুল, চুনারুঘাটের চন্দ্রমল্লিকা হাইস্কুল, কচুয়া হাইস্কুল, মাধবপুরের সাহেবনগর হাইস্কুল, আহমেদপুর হাইস্কুল, ড. জারিফ হোসাইন জুনিয়র স্কুল, সুলতানপুর হাইস্কুল।
মাধ্যমিক বিদ্যালয়: সিলেট জেলার সদর উপজেলার সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস হাইস্কুল, আল আমিন জামেয়া ইসলামিয়া সেকন্ডারি স্কুল, আব্দুল গফুর ইসলামি আদর্শ স্কুল এন্ড কলেজ, শাহজালাল বাজার হাইস্কুল, ওসমানী মেডিকেল হাইস্কুল, বালাগঞ্জের কালিগঞ্জ এম. ইলিয়াস আলী হাইস্কুল, আজিজপুর হাইস্কুল, ময়শাসী অষ্টগ্রাম হাইস্কুল, দক্ষিণ সুরমার ইক্বরা আইডিয়াল হাইস্কুল, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুল, বলদি আইডিয়াল মাল্টিলেটারাল হাইস্কুল, হযরত শাহজালাল (রহ.) হাইস্কুল, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী হাইস্কুল, কোম্পানীগঞ্জের পূর্ণচুগাম হাইস্কুল, চানবাড়ি হাইস্কুল, বর্ণি হাইস্কুল, তেলিখাল হাইস্কুল, জৈন্তাপুরের বাওরভাগ হাইস্কুল, রমজান রূপজান বাঘেরখাল একাডেমি, গোয়াইনঘাটের বাঘেরসড়ক হাইস্কুল, ফারুক আহমেদ কুনকিরি হাইস্কুল, সোনার হাট হাইস্কুল, কুপারবাজার হাইস্কুল, হাজী মদরিছ আলী হাইস্কুল, পরগনা বাজার হাইস্কুল এন্ড কলেজ, কানাইঘাটের জুলি আইডিয়াল হাইস্কুল, মুলাগুল হাইস্কুল, গোলাপগঞ্জের সালাম মকবুল হাইস্কুল, বিয়ানীবাজারের দুবাগ আইডিয়াল একাডেমি, আজাদ চৌধুরী একাডেমি, সপ্তগ্রাম হাইস্কুল।
সুনামগঞ্জ জেলার সদর উপজেলার চৌদ্দগ্রাম হাইস্কুল, আব্দুল আহাদ শাহিদা চৌধুরী হাইস্কুল, অষ্টগ্রাম রসগোবিন্দ হাইস্কুল, তাহিরপুরের চানপুর হাইস্কুল, জনতা হাইস্কুল, বাগলি হাইস্কুল, ধর্মপাশার ভোলাগঞ্জ সর্বজনীন হাইস্কুল, গলহা হাইস্কুল, জামালগঞ্জের আব্দুল মুকিত হাইস্কুল, দিরাইয়ের আলহাজ্ব আব্দুল মোতালিব হাইস্কুল, মাঠেরগাও মোহাম্মদিয়া হাইস্কুল, শাল্লার হাফিজ আলী হাইস্কুল, দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা হাইস্কুল, জয়সিদ্ধি বসিয়া খাওরি বড়মহুয়া হাইস্কুল, নোয়াখালি সপ্তগ্রাম হাইস্কুল, পঞ্চগ্রাম হাইস্কুল, জগন্নাথপুরের পল্লবী আদর্শ হাইস্কুল, লামাটুকেরবাজার হাইস্কুল, আব্দুস সোবহান হাইস্কুল, বিশ্বম্ভরপুরের বিশ্বম্ভরপুর গার্লস হাইস্কুল, ছাতকের চরমহল্লাবাজার হাইস্কুল, হাজী জামাল উদ্দিন হাইস্কুল, জালালাবাদ হাইস্কুল, এল পি হাইস্কুল, ইসলামপুর হাইস্কুল, সি.বি.পি. হাইস্কুল, পালপুর হাইস্কুল, হাজী আব্দুল খালিক হাইস্কুল, দোয়ারাবাজারের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু হাইস্কুল।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার হাবিবুর রহমান হাইস্কুল, বড়লেখার শাবাজপুর আদর্শ গার্লস হাইস্কুল, পালওয়ান বাড়ি হাইস্কুল, টেকাহালি হাইস্কুল, কালাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল হাইস্কুল, পাকশাইল আইডিয়াল হাইস্কুল, বর্ণি আদর্শ হাইস্কুল, জুড়ির পাতিলাসানগাঁও হাইস্কুল, হোসাইন আলী হাইস্কুল, হাজী মনুহর আলী এম সাইফুর রহমান হাইস্কুল, কচুরগুল হাইস্কুল, কুলাউড়ার সিঙ্গুর হাইস্কুল, শাহজালাল হাইস্কুল, রাজনগরের রাজনগর আইডিয়াল হাইস্কুল, কান্দিগাঁও হাইস্কুল, জনতা হাইস্কুল, শান্তকূল হাইস্কুল, কমলগঞ্জের কামুদপুর হাইস্কুল, অভয় চরণ হাইস্কুল, ইউনিয়ন আদর্শ হাইস্কুল, শ্রীমঙ্গলের হাজী রশিদ মিয়া মেহেরজান হাইস্কুল।
হবিগঞ্জ জেলার সদর উপজেলার হাজী এমডি আলিম উদ্দিন হাইস্কুল, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুল, তাড়াপ হাইস্কুল, রামপুর হাইস্কুল, আশিরা হাইস্কুল, বাহুবলের ফতেহপুর আদর্শ হাইস্কুল, নবীগঞ্জের বনকাদিপুর আমজাদ আলী হাইস্কুল, বানিয়াচঙ্গের আমবাগান হাইস্কুল, রতœা হাইস্কুল, একতা হাইস্কুল, বিজিএম হাইস্কুল, ইকরাম নন্দপাড়া হাইস্কুল, আজমিরীগঞ্জের পশ্চিমবাগ হাইস্কুল, লাখাইয়ের ভবানিপুর হাইস্কুল, মুড়িয়াউক হাইস্কুল।
উচ্চমাধ্যমিক (স্কুল ও কলেজ): সিলেট জেলার সদর উপজেলার সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ, বøু-বার্ড হাইস্কুল এন্ড কলেজ, বালাগঞ্জের বুরুঙ্গা ইকবাল আহমেদ স্কুল এন্ড কলেজ, ফেঞ্চুগঞ্জের মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজ, কোম্পানীগঞ্জের ভাটরাই হাইস্কুল এন্ড কলেজ।
সুনামগঞ্জ জেলার শাল্লার সওদারশ্রী হাইস্কুল এন্ড কলেজ, জগন্নাথপুরের নয়াবন্দর বিএল হাইস্কুল এন্ড কলেজ, ছাতকের ঝিগলি হাইস্কুল এন্ড কলেজ এবং মৌলভীবাজার জেলার কুলাউড়ার ভুকবহমাইল সেকন্ডারি স্কুল এন্ড কলেজ।
এমপিওভুক্ত হওয়া উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠান (কলেজ): সিলেট জেলার কানাইঘাটের মালিক নাহার মেমোরিয়াল একাডেমি, বিয়ানীবাজারের বৈরাগীবাজার আইডিয়াল কলেজ।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের রানিগঞ্জ কলেজ। মৌলভীবাজার জেলার সদর উপজেলার আলহাজ্ব এমডি মকলিসুর রহমান কলেজ, জুড়ির হাজী আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজ।
হবিগঞ্জ জেলার সদর উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজ, বানিয়াচঙ্গের বানিয়াচং আইডিয়াল কলেজ, নবীগঞ্জের দিনারপুর কলেজ।
স্নাতক (পাস): সিলেটের দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল উইমেন্স ডিগ্রি কলেজ, লতিফা শফি চৌধুরী মহিলা কলেজ, জৈন্তাপুরের জৈন্তিয়া ডিগ্রি কলেজ, জকিগঞ্জের ইছামতি কলেজ, হাফসা মজুমদার মহিলা কলেজ। সুনামগঞ্জের ছাতকের জাওয়াবাজার ডিগ্রি কলেজ এবং হবিগঞ্জ জেলার মাধবপুরের শাহজালাল কলেজ।
এমপিওভুক্ত হওয়া ভোকেশনাল প্রতিষ্ঠান: সিলেট জেলার গোয়াইনঘাটের এম সাইফুর রহমান টেক এন্ড বি.এম. কলেজ এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুুরের হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজ।
কৃষি শিক্ষা প্রতিষ্ঠান: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট।
এমপিওভুক্ত হওয়া দাখিল মাদ্রাসা: সিলেট জেলার সদর উপজেলার হাতিম চৌধুরী ও মাদ্রাসা-এ-তায়েবিয়া তেহরিয়া হেলিমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, বালাগঞ্জের চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বিশ্বনাথের আমতৈল পঞ্চগ্রাম মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ও লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ সুরমার সিলাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ইলাইগঞ্জ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা ও তাফসীরুল কোরআন দাখিল মাদ্রাসা, ফেঞ্চুগঞ্জের মশাহিদ আলী বালিকা দাখিল মাদ্রাসা ও ঘিলাছড়া ইসহাকিয়া দাখিল মাদ্রাসা, গোয়াইনঘাটের পিয়াইনগুল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসা, জৈন্তাপুরের চারিকাটা দারুল ইসলাম দাখিল মাদ্রাসা, কানাইঘাটের গাছবাড়ি মহিলা মাদ্রাসা, জকিগঞ্জের চাপঘাট রহিমপুর সুন্নি দাখিল মাদ্রাসা ও গুটারগ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা, বিয়ানীবাজারের চারখাই জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জালালিয়া মহিলা দাখিল মাদ্রাসা, পূর্ব মুড়িয়া হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা ও জান্নাতুল উম্মাহ মহিলা দাখিল মাদ্রাসা, গোলাপগঞ্জের পূর্ব ফুলসাইন্দ মহিলা দাখিল মাদ্রাসা ও ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা।
সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দারুল হুদা দাখিল মাদ্রাসা, ছাতকের বন্দরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শাহ সুফী মোজাম্মিল আলী (রহ.) দাখিল মাদ্রসা, দিঘলী রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসা, কালারুখা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জামেয়া-ই-ইসলামিয়া বনগাঁও দাখিল মাদ্রাসা, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ও গাবুরগাঁও দারুণ কোরআন দাখিল মাদ্রাসা। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসা, দিরাইয়ের হাতিয়া পীর আকিল শাহ নেছারিয়া দাখিল মাদ্রাসা, তাহিরপুরের কলাগাও জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জগন্নাথপুরের পূর্ব বুধরাইল আটঘর আউদত ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বালিকান্দা আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, পীরেরগাঁও সুন্নিয়া দাখিল মাদ্রাসা, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া দ্বীনিয়া দাখিল মাদ্রাসা।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার বড়হাত আবু শাহ (র.) দাখিল মাদ্রাসা, বড়লেখার শাহজালাল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জুড়ীর শাহপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কুলাউড়ার বরমচাল হযরত খন্দকার দাখিল মাদ্রাসা ও ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, কমলগঞ্জের আহমদ নগর দাখিল মাদ্রাসা, শ্রীমঙ্গলের গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।
হবিগঞ্জ জেলার সদর উপজেলার রিচি মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, শরিফাবাদ দাখিল মাদ্রাসা, দারুল হুদা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নূর মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও চান্দপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা। নবীগঞ্জ উপজেলার তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদ্রাসা, চুনারুঘাট উপজেলার হাজী জোবেদা সুন্নিয়া দাখিল মাদ্রাসা।
এমপিওভুক্ত হওয়া আলিম মাদ্রাসা: সিলেট জেলার দক্ষিণ সুরমার তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসা, বালাগঞ্জের ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা, বিশ্বনাথের দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা ও হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদ্রাসা, গোয়াইনঘাটের বারহাল আলিম মাদ্রাসা, আংগারজুর আলিম মাদ্রাসা, কানাইঘাটের সরকার বাজার আহমদিয়া আলিম মাদ্রাসা, বিয়ানীবাজারের রহমতিবাদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, গোলাপগঞ্জের আছিরগঞ্জ আলিম মাদ্রাসা,
সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদরের আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, ছাতকের ছাতক জালালিয়া আলিম মাদ্রাসা, জগন্নাথপুরের রানিগঞ্জ বাজার দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা।
মৌলভীবাজার জেলার বড়লেখার ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা,
কুলাউড়ার দারুস সুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা ও ভূকশিমহল দারুল উলুম আলিম
মাদ্রাসা, শ্রীমঙ্গলের সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা।হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের বিএসডি বালিকা আলিম মাদ্রাসা।
এমপিওভুক্ত হওয়া ফাজিল মাদ্রাসার তালিকা:
সিলেটের বালাগঞ্জের হযরত শাহজালাল (রহ.) সিনিয়র আলিম মাদ্রাসা ও গোলাপগঞ্জ
উপজেলার ভাদেশ্বর সিনিয়র মডেল ফাজিল মাদ্রাসা এবং মৌলভীবাজারের কুলাউড়া
উপজেলার মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা।
এমপিওভুক্ত হওয়া কামিল মাদ্রাসার তালিকা: সিলেট
জেলার সদর উপজেলার শাহজালাল জামেয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা ও হযরত
শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা এবং হবিগঞ্জ জেলার সদর
উপজেলার শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা।
প্রতিনিধি