Home » শিশু তুহিন হত্যা : মায়ের মামলায় বাবা-চাচা রিমান্ডে

শিশু তুহিন হত্যা : মায়ের মামলায় বাবা-চাচা রিমান্ডে

সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশু তুহিন মিয়াকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবাসহ তিনজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ মঙ্গলবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহা এ রায় দেন।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।রিমান্ড মঞ্জুর হওয়া তিনজন হলেন, শিশু তুহিনের বাবা আবদুল বাছির, চাচা আবদুল মুছাব্বির ও প্রতিবেশী জমশেদ আলী।

আদালত সূত্রে জানা গেছে, তুহিন হত্যাকাণ্ডে পুলিশ তাদের পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।এর আগে সোমবার রাতে তুহিনের মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।প্রসঙ্গত, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে তুহিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার ভোরে কদম গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তুহিনের পেটে দুটি ধারাল ছুরিবিদ্ধ ছিল। তার পুরো শরীর রক্তাক্ত, কান ও গোপনাঙ্গ কাটা ছিল।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *