Home » জাবিতে মিষ্টি খাওয়া নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের গোলাগুলি

জাবিতে মিষ্টি খাওয়া নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের গোলাগুলি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মিষ্টি খাওয়া নিয়ে কথা কাটাকাটিতে মাওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের দুই গ্রুপে গোলাগুলিতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে দুগ্রুপের মধ্যে অন্তত ৮ রাউন্ড গুলিবিনিময় হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার দুপুর আড়াইটার দিকে দুই আবাসিক হলের সংযোগস্থল বটতলা মোড়ে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়েছে। কয়েকজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।সুত্র:বিডি প্রতিদিন

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *