Home » বাংলাদেশের জয় মোটেও অঘটন নয়, প্রশংসায় ভাসালেন শোয়েব আখতার

বাংলাদেশের জয় মোটেও অঘটন নয়, প্রশংসায় ভাসালেন শোয়েব আখতার

একদিনের ক্রিকেট র‍্যাংকিংয়ে শীর্ষ পর্যায়ের দল দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই প্রোটিয়াদের পেছনে ফেলে ২১ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে টাইগাররা। দুরন্ত এ জয়ের পর প্রশংসার জোয়ারে ভাসছেন মাশরাফি-সাকিবরা। সেই তালিকায় যোগ দিলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার।শোয়েব আখতার বলেন, ‘আমি আগেও বলেছি, বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে যায়, তাহলে আপসেট হওয়ার কিছু নেই, কারণ টাইগারদের সেই যোগ্যতা আছে।

বাংলাদেশ প্রমাণ করেছে তারা অসাধারণ দল। এশিয়ার অন্য দলগুলো খেলতে গিয়ে যে ভুল করেছিল তারা তা করেনি। বাংলাদেশের ব্যাটিং লাইনআপ অনেক লম্বা। প্রায় আটজন ব্যাটসম্যান ওদের। তাই আমি আবারও বলছি বাংলাদেশের জয়ে আপসেট হওয়ার কিছু নেই।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে বাংলাদেশ ৩৩০ রান তোলার পরই টাইগারদের প্রশংসা করেন তিনি।শেষ পর্যন্ত ৩০৯ রানে দক্ষিণ আফ্রিকাকে বেঁধে রাখে বাংলাদেশ। উড়ন্ত জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে লাল-সবুজ জার্সিধারীরা।মাশরাফিদের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫ জুন একই ভেন্যু ওভালে হবে দুদলের লড়াই। ম্যাচটি হবে দিবারাত্রির।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *