গাজীপুর সিটি কর্পোরেশনের মাঝুখান-কদমতলা এলাকায় শনিবার সকালে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা।
ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান এবং স্থানীয়রা জানান, সকাল পৌনে ৯টার দিকে ওই তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ও উত্তরা ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
প্রতিনিধি