ডেস্ক নিউজ :
সিলেট জেলা প্রশাসনের আয়োজনে জাঁকজমক ভাবে বাংলা নববর্ষ পালনের জন্য এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। সভার সভাপতি জেলা প্রশাসক নুমেরী জামান বলেন, বাঙালী জাতির জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে বাংলা নববর্ষ। যার মাধ্যমে বাঙালীরা তাদের ইতিহাস, সাংস্কৃতি ও ঐতিহ্য সকলের সামনে তুলে ধরে মঙ্গল শোভাযাত্রসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করে। বাংলা নববর্ষের দিন সিলেটবাসী মঙ্গল শোভাযাত্রাসহ অন্যান্য অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ভাবে পালন করবে বলে আমি বিশ্বাস করি। মঙ্গল শোভাযাত্রায় কোন মুখোশ বা চিনতে অসুবিধা হয় এমন কোন রং বা অন্য কিছু ব্যবহার করা যাবে না। তিনি এই উৎসব সুন্দরভাবে উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:শহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন স্থানীয় সরকারের উপ পরিচালক দেবব্রত সিংহ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান,সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ । আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী বিভাগের কর্মকর্তাগণ, জেলা ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা, বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বাজার ব্যবসায়ীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।