সিলেট :: রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
রবিবার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫’শ ছাত্র-ছাত্রীর মধ্যে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি এম নুরুল হক সোহেল।
বিশেষ অতিথি ছিলেন- ক্লাবে এ্যাসাইন ডেপুটি গভর্ণর পিপি মো. কবির উদ্দিন, এ্যাসাইন এ্যাসিস্টেন্ট গভর্ণর মো. আজিজুর রহমান, পিপি আনোয়ার মজিদ চৌধুরী, পিপি নজির আহমদ আজাদ, আই.পি.পি তৌফিক বকস, রোটা: আহসান আহমদ খান, রোটা: আখতার চৌধুরী রুবেল, রোটা: ইলিয়াছুর রহমান, রোটা: আব্দুল বাছিত, রোটা: দেওয়ান রুশো চৌধুরী, রোটা: এড. আজিম উদ্দিন, রোটা: এনাম আহমদ, রোটা: রাহাত আফজা মিলি, রোটা: সুলতানা চৌধুরী, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক