বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ১৮ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার কাজলশাহ এলাকায় এ কর্মসূচী ও পুরস্কার বিতরণ হয়। এতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজলশাহ যুব সংঘের সভাপতি মুরাদ আহমদ মুরণ, অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভুইয়া, সুমন আহমদ মুন্না, মো. লিটন আহমদ, সোহেল হাসান, এম এ রায়হান, সালাউদ্দিন আহমদ, শাকিল মিয়া, রুমেল আহমদ রুমন, জুবের, পাবেল, রবি, সুমন, পারভেজ, আল-আমিন, রাহেল, ছাব্বির, একমান অমিত, নিশাত মুকিত, মুহিব মাহিন, তারেক আব্দুল্লাহ সাগর, রাকিব, এহসান, ফাহাদ-১, ফাহাদ-২, দিহাব, সোহাগ প্রমুখ।
সাাদিনব্যাপী বিভিন্ন রক্তদান কর্মসূচী অনুস্টিত হয়। রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় প্রায় ৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
নির্বাহী সম্পাদক