Home » দুশ্চিন্তা বাড়িয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এই দৈত্যাকার গ্রহাণু

দুশ্চিন্তা বাড়িয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এই দৈত্যাকার গ্রহাণু

 বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক দৈত্যাকার গ্রহাণু, যার পোশাকি নাম ২০১৯ সিওয়াই৷ বুধবার দুপুরের দিকে পৃথিবীর সবথেকে কাছে চলে আসবে এটি৷ দূরত্ব হবে ১২ লক্ষ ৬০ হাজার কিলোমিটার৷

জানা গিয়েছে, ৭৮ ফুটের এই গ্রহাণুকে প্রথম দেখা গিয়েছিল গত ৪ ফেব্রুয়ারি৷ নাসার পক্ষ থেকে যদিও জানানো হয়েছে পৃথিবীর দিকে এর আছড়ে পড়ার সম্ভাবনা কম৷ তবে আশঙ্কা কাটছে না৷

জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি এক সংবাদ মাধ্যমকে জানান, এই ধরণের গ্রহাণু পৃথিবীর কক্ষপথ ছেড করে আর তাই তা চিন্তার কারণ৷ পাশাপাশি এটি পৃথিবীর খুব কাছে চলে আসবে, দূরত্ব হবে ১২ লক্ষ ৬০ হাজার কিলোমিটার, যা খুব কাছে মনে না হলেও, মহাজাগতিক ক্ষেত্রে এই দূরত্ব বেশ কম৷ এই গ্রহাণু কোনও বস্তুর ওপর আছড়ে পড়লে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে৷ তবে বিজ্ঞানীদের কথা অনুযায়ী, পৃথিবীর কোনও ক্ষতির সম্ভাবনা নেই৷ তবে আশঙ্কা থাকছেই৷

২০১৯ সিওয়াই নামের এই গ্রহাণুর দিকে এই মুহূর্তে নজর রাখছেন বিজ্ঞানীরা৷

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *