প্রত্যুত্তর চাই৷ পুলওয়ামায় হামলার পর গোটা দেশ জুড়ে একটাই আওয়াজ৷ সে আওয়াজে শোনা যাচ্ছে সমবেদনার সুরও৷ শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা আসছে৷ দেশের গণ্ডী ছাড়িয়ে বিদেশের বার্তা এসে পৌঁছেছে৷ এই জঙ্গি হামলার নিন্দা করে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া৷ ট্যুইট করে গোটা ঘটনায় কড়া বার্তা দেওয়া হয়েছে৷ পাশাপাশি, শহিদদের পরিবারের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে৷ কাশ্মীরের অবন্তীপুরায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদের সংখ্যা ৪২। সিআরপিএফ কনভয়ে হামলায় ৪২ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন বলে খবর। বৃহস্পতিবার দুপুরে এই হামলার পর থেকে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা। সন্ধেয় জম্মু ও কাশ্মীর সরকারের তরফে শহিদের সংখ্যা ৪২ বলে জানানো হয়েছে। ভয়াবহ জঙ্গি হামলার কিছুক্ষণের মধ্যেই ট্যুইট করেন প্রধানমন্ত্রীল তিনি ট্যুইটে লেখেন, ‘পুলওয়ামায় সিআরপিএফের উওর হামলা নিন্দনীয়। আমাদের সাহসী জওয়ানদের এই বলিদান ব্যর্থ হবে না। শহিদ পরিবারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে গোটা দেশ। আহত জওয়ানদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
বার্তা বিভাগ প্রধান