শুদ্ধবার্তা ডেস্ক- ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নগরীর সাদীপুরস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের আয়োজনে সোমবার দুপুরে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর শাহানা বেগম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ সানাওর, সিলেট সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি হিমাংশু বিশ্বাস, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ছমর উদ্দিন মানিক, বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহমদ, নজরুল সংগীত শিল্পী পরিষদের সদস্য সুকমল সেন, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি বিশ্বজিত দেব রায় বিষু, সিলেট মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিরক রঞ্জন দে পাপলু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মুহিব উস সালাম রিজভী, দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমদ রুমেল, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা রুমি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবেন সুলতান অব সিলেট ব্যান্ডের রানা শেখ, দোলা বড়ুয়া ও স্থানীয় শিল্পীবৃন্দ।
বার্তা বিভাগ প্রধান