সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গার স্ত্রী তানিয়ার একটি পোস্ট নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে তুলকালাম শুরু হয়েছে বলে দাবি করেছে ভারতের একটি গণমাধ্যম। খবরে বলা হয়, ফেসবুকে থিসারা পেরারাকে নিয়ে সরাসরি পোস্ট করে প্রথমে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মালিঙ্গার স্ত্রী। যা গড়িয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড পর্যন্ত। সব মিলিয়ে বিশ্বকাপের আগে চরম ডামাডোলের অবস্থা দ্বীপরাষ্ট্রের ক্রিকেটে।
এবেলার খবর, মালিঙ্গার স্ত্রী ফেসবুক পোস্টে বলেন, পেরেরা জাতীয় দলে নিজের জায়গা পাকা করার জন্য ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। পালটা জবাবে নিজের দুর্দান্ত ফর্মের কথা জানান পেরেরা। শুধু তাই নয়, এ বিষয়ে বোর্ডের কাছেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন লঙ্কান এই তারকা অলরাউন্ডার।
বোর্ডকে অভিযোগ জানিয়ে চিঠিতে পেরেরা জানিয়েছেন, ‘‘যখন খোদ বর্তমান অধিনায়কের স্ত্রীই ফেসবুকে এমন অভিযোগ করেন, তখন ক্রিকেট সমর্থকরা এগুলোকে সত্যি বলে ভাবেন। আর আমাকে কেন্দ্র করে আমার নামে নানা কুৎসা রটানো থেকে বিরত রাখাও তো কঠিন। এই ফেসবুক পোস্টের পর থেকে ড্রেসিংরুমেও একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।’’
এখানেই না থেমে পেরেরা আরও বলেছেন, ‘‘দলের দুই সিনিয়র ক্রিকেটারের মধ্যে সম্পর্ক যখন ঠিক থাকে না, সেটি দলের তরুণদের বেশি করে অস্বস্তিতে ফেলে। অন্তর্দ্বন্দ্ব থাকলে দল হিসেবে খেলা কঠিন।’’
মালিঙ্গার নেতৃত্ব দেওয়ার দক্ষতাতেও প্রশ্ন তুলে তিনি জানিয়েছেন, ‘‘নেতৃত্বের ভূমিকা গেম প্ল্যান তৈরির আগে দলের মধ্যে একটা স্থিরতা আর একতা তৈরি করা। যার কোনোটাই এখন নেই।
প্রতিনিধি