একবার নয়, বেশ কয়েকবার পড়তে পড়তে বাঁচলেন বলিউড তারকা ইয়ামি গৌতম। ঘটনাটা ঘটেছে ল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্পে। গত বুধবার থেকে শুরু হয়েছে ‘ল্যাকমে ফ্যাশন সামার ২০১৯’। ডিজাইনার গৌরি-নয়নিকার নকশা করা পোশাক পরে শো স্টপার হয়ে র্যাম্পে হাঁটেন ইয়ামি। এই বলিউড সুন্দরী র্যাম্পে পা দেওয়ার পর থেকেই বিপত্তিতে পড়েন। একবার নয়, কয়েকবার তাঁর লম্বা গাউন পায়ে জড়িয়ে যায়। আর সামনের দিকে হোঁচট খেয়ে পড়তে গিয়ে ইয়ামি নিজেকে বাঁচিয়ে নেন। তবে তিনি তাঁর স্নিগ্ধ সৌন্দর্যে সবাইকে আবিষ্ট করেন। শোর পর ডিজাইনারের হাত ধরে তিনি মঞ্চে আসেন। দেখে মনে হচ্ছিল, তিনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করছেন। এ প্রসঙ্গে ইয়ামি সাংবাদিকদের বলেন, ‘মানুষমাত্রই ভুল হতে পারে। আর তা কাটিয়ে আগে এগিয়ে যেতে হবে।’
সেদিন ইয়ামি পরেছিলেন হালকা বেগুনি রঙের গাউন। আর তার সঙ্গে মানানসই মেকআপে ইয়ামি হয়ে উঠেছিলেন প্রকৃত অপরূপা। র্যাম্পে আত্মবিশ্বাসী না হলেও, ‘উরি’ ছবির চূড়ান্ত সাফল্য ইয়ামিকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
প্রতিনিধি