সামাজিক যোগাযোগমাধ্যমে একঝাঁক তারকা যেন বোমা ফাটালেন! একবারে এক অ্যালবাম নতুন স্থিরচিত্র ছাড়লেন ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড ছবির তারকা শিল্পীরা। আল পাচিনো, লিওনার্দো ডি’ক্যাপ্রিও, ব্র্যাড পিট, মারগট রোবিকে দেখা গেল ষাটের দশকের হলিউডি সাজে। বেলবটম প্যান্ট, পোলকা ডট শার্ট, বাবরি চুল—এভাবে তারকারা আলো ছড়িয়েছেন কুয়েন্টিন টারান্টিনো পরিচালিত ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড ছবিতে। এ ছবির প্রথম স্থিরচিত্র প্রকাশ পায় গত বছরের জুনে। সেই স্থিরচিত্রে শুধু লিওনার্দো ডি’ক্যাপ্রিও আর ব্র্যাড পিটকেই দেখা গিয়েছিল। তবে এবার ভ্যানিটি ফেয়ার সাময়িকীর বরাত দিয়ে ছবির গুরুত্বপূর্ণ সব চরিত্রের প্রথম ঝলক দেখালেন টারান্টিনো ও তাঁর দল। বলা হচ্ছে, ছবিটি হলিউডের স্বর্ণযুগের শেষ সময়ের কাহিনি নিয়ে তৈরি। ষাটের দশকের বিতর্কিত ম্যানসন ফ্যামিলি মার্ডারের পটভূমিতে ছবিটি বানিয়েছেন কুয়েন্টিন টারান্টিনো। ছবিতে হলিউড অভিনেত্রী শ্যারন টেটের চরিত্রে অভিনয় করেছেন মারগট রোবি, লিওনার্দো ডি’ক্যাপ্রিও টিভি ব্যক্তিত্ব রিক ডালটনের চরিত্রে, ব্র্যাড পিট আছেন স্ট্যান্টম্যান ক্লিফ বুথ হিসেবে আর আল পাচিনোকে দেখা যাবে ষাটের দশকের হলিউড এজেন্ট মার্ভিন শোয়ার্জের চরিত্রে। ছবিটি আগামী ২৬ জুলাই মুক্তি পাচ্ছে। এর আগে এটি আগস্টে মুক্তির কথা ছিল।
প্রতিনিধি