Home » বামদের কালো পতাকা মিছিল ও সমাবেশ

বামদের কালো পতাকা মিছিল ও সমাবেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট সিলেট।

বুধবার বিকাল ৪টায় সিটি পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশ মিলিত হয়।

সমাবেশে সিলেট জেলা বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুশান্ত সিনহা সুমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে বাম গণতান্ত্রিক জোট এর সংসদ সদস্য পদপ্রার্থী সিপিবি নেতা নিরঞ্জন দাশ খোকন, সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল।

এসময় আরো উপস্থিত ছিলেন- সিপিবি জেলা নেতা খায়রুল হাসান, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি রেজাউর রহমান রানা, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভুয়া ভোটের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। ভুয়া ভোটের ভুয়া সংসদ জনগণ মানে না। সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতারণার নির্বাচন বাতিল এবং পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা।

সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে দেশব্যাপি কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *