Home » বাইশারী মডেল নুরানী ইবতেদায়ী মাদ্রাসার অভিভাবক সমাবেশ

বাইশারী মডেল নুরানী ইবতেদায়ী মাদ্রাসার অভিভাবক সমাবেশ

আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী সদরে সদ্য প্রতিষ্ঠিত মডেল নুরানী ইবতেদায়ী মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মাদ্রাসা প্রাঙ্গনে প্রবীন মুরব্বী পেঠান আলীর সভাপতিত্বে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক একেএম হাবিবুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, মুসলমান শিশুদের প্রাথমিক ভাবে কোরআন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক ইসলাম জ্ঞান জানা অতিব জরুরী হয়ে পড়েছে বর্তমান সময়ে। তিনি আরো বলেন, প্রত্যন্ত অঞ্চলে নুরানী মাদ্রাসার মাধ্যমে এলাকার কঁচিকাঁচা শিক্ষার্থীরা পবিত্র কোরআন শিক্ষার মাধ্যমে নিজের জীবনকে আলোকিত করতে পারবে। তাই তিনি মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অবদান রেখেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাইশারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবেকুন্নাহার, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এসআই মাঈনুদ্দিন, এএসআই রুবেল ধর, শিক্ষানুরাগী মো: ইলিয়াছ সওদাগর, স্টার রাবার বাগান ব্যবস্থাপক মোঃ আরিফ উল্লাহ, আরিফ রাবার বাগান ব্যবস্থাপক মোঃ হারুনুর রশিদ, মোঃ সুফিয়ান, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি শামশুল আলম, তথ্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মুফিজুর রহমান, মাদরাসা সুপার মাওলানা এরফান আজিজী, শিক্ষক মাওলানা হামিদুল হক, বাইশারী ইসলামিয়া বালিকা মাদ্রাসা সুপার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *