Home » বিত্তবানদের সহায়তায় বাঁচতে চায় ৫বছরের শিশু সৃজন

বিত্তবানদের সহায়তায় বাঁচতে চায় ৫বছরের শিশু সৃজন

বিত্তবানদের সহায়তা ও চিত্তবানদের ভালবাসায় বেঁচে থাকতে চায় ৫ বছরের ফুটফুটে শিশু সৃজন। সৃজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে দীর্ঘমেয়াদী ও ব্যয়বহল চিকিৎসাধীন রয়েছে।
সুনামঞ্জের জগন্নাথপুর উপজেলার গোবিন্দগঞ্জ বাজার এলাকাধীন গুংগিরগাঁও-এর করুণা দেব ও মঞ্জু রাণী দেব’র শিশুপুত্র সৃজন দেবনাথ-এর বর্তমান বয়স ৫বছর। খেলাধূলা ও হাসি-খুশির এ বয়সেই জটিল কিডনী রোগ (নেফ্রটিক সিন্ডম)-এ আক্রান্ত সে। প্রথমে সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন শিশুবিশেষজ্ঞ ডা.মনজ্জির আলীর তত্বাবধানে চিকিৎসাধীন ছিল। বিশেষজ্ঞ ওই চিকিৎকের পরামর্শে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫ মাস ধরে সে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের ২০৩ নং ওয়ার্ডের শিশু নেফ্রলোজি বিভাগের ৯নং বেডে শয্যাশায়ী।
হত-দরিদ্র পিতা ও প্রতিবন্ধী মায়ের সন্তান সৃজন দেবনাথ-এর চিকিৎসায় আত্মীয় স্বজনরা ইতোমধ্যে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয় করে অপারগতায় হাত গুটিয়ে নিয়েছেন। বর্তমানে শিশুটির চিকিৎসা বাবদ দৈনিক ব্যয় ৩ থেকে ৪ হাজার টাকা। দরিদ্র পরিবার ও স্বজনদের পক্ষে দীর্ঘমেয়াদী এ চিকিৎসা ব্যয় সংকুলান করা সম্ভব না হওয়ায় তারা দেশের বিত্তবান ও চিত্তবানদের আর্থিক এবং মানবিক সহায়তা কামনা করছেন। অসহায় পরিবারের এ শিশুকে বাঁচাতে এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন তার স্বজনরা। তাদের আহ্বানে সাড়া দিয়ে ০১৭৪৭-১৪৯৯২০ (বিকাশ) নাম্বারে আর্থিক সহায়তা পাঠাতে ও প্রয়োজনে পরিবারে পক্ষে বাবুল চন্দ্র নাথ (০১৭৪৭-১৪৯৯২০)-এর সাথে যোগাযোগ করতে পারেন সমাজের বিত্ত ও চিত্তবানরা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *