মঙ্গলবার দুপুরে শাহজালাল উপশহর হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ।
স্কুলের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সহকারী শিক্ষক সিনিয়র শিক্ষিকা নাজনীন চৌধুরীর ও সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্কুল ম্যানেজিং সদস্য রুহুল আমিন চৌধুরী, জাকির হোসেন তালুকদার, একে এম শামসুনূর, জায়েদা পারভীন পান্না, শফিকুর রহমান চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, মো. সহিবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- শেখ দবির উদ্দিন, এনাম উদ্দিন, জৈনুল হক, শামসুল ইসলাম ছালিক, সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান, শিক্ষক মো. কাজল মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. আক্কাস আলী, সহাকারী শিক্ষিকা শ্যামরোজ ইসলামের মাতা ও সহকারী শিক্ষক কামাল উদ্দিন এর মাতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন স্কুলের হেড মৌলানা মোস্তাক আহমদ চৌধুরী এবং অতিরিক্ত সহকারী প্রধান শিক্ষক মো.আব্দুল্লাহ আল জাফর এর রোগ মুক্তি কামনা করা হয়।
প্রতিনিধি