বরেণ্য লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার সময়ে তাঁকে রক্ষায় এগিয়ে যাওয়া সেই পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান পাচ্ছেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক।
হাবিবুর রহমান বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে সাহসিকতা, সেবা এবং কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তার প্রেসিডেন্ট পুলিশ মডেল (পিপিএম) পদক পাওয়ার বিষয়টি পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পদকপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে হাবিবুর রহমান বলেন,আমাকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘পিপিএম-সাহসিকতা’ পদকে মনোনীত করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাকে কাজ করার সুযোগ দেওয়ায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) বরকত উল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহবুবুর রহমান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী এবং ইন্সপেক্টর তদন্ত সহ আমার সকল সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
আগামী ৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দেবেন।
উল্লেখ্য, গত বছরের ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর ছুরি দিয়ে হামলা চালায় ফয়জুর হাসান নামের এক বহিরাগত। ওই সময় জাফর ইকবালকে বাঁচাতে হাবিবুর রহমানসহ শিক্ষার্থীরা এগিয়ে আসলে প্রাণে বেঁচে যান বরেণ্য এই শিক্ষাবিদ।
নির্বাহী সম্পাদক