নতুন চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা অমৃতা। এর নাম ‘রোমিও রংবাজ’। এতে তার বিপরীতে থাকছেন নবাগত নায়ক সালমান রাহগীর। আরও অভিনয় করছেন শিমুল খান ও নবাগতা ফাহমিদা। ২৬ জানুয়ারি রাজধানীর একটি রেস্টুরেন্টে তাদের চুক্তি স্বাক্ষর হয়। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সায়েম জাফর ইমামী। যিনি এর আগে বানিয়েছেন ‘রুদ্র- দ্য গ্যাংস্টার’ ছবিটি।
নতুন ছবিটি প্রসঙ্গে নির্মাতা জানান, এই ছবিটির মাধ্যমে দু’জন নতুন মুখ উপহার দেওয়া হচ্ছে। এতে দুই নায়িকা এক নায়ক থাকবেন। ছবির প্রধান দুটি নায়িকা চরিত্রে থাকছেন অমৃতা খান ও ফাহমিদা দিবা। আর ছবিটির খলচরিত্রে অভিনয় করবেন শিমুল খান।
এদিকে অমৃতা খান জানান, রোমান্টিক ও মারকুটে ধরনের এই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। চলবে সিলেটের মৌলভীবাজার, জুরী ও শ্রীমঙ্গলে।
বার্তা বিভাগ প্রধান